কানাডা
কানাডার নারী রাগবি দলে সদস্যরা প্রতিবাদ জানালেন

চার্চ পরিচালিত স্কুলে আদিবাসী শিশু নির্যাতনের ঘটনায় ভিন্নধর্মী প্রতিবাদ জানালেন কানাডার নারী রাগবি দলে সদস্যরা। টোকিও অলিম্পিকে অনুষ্ঠিত ম্যাচে অংশ নিয়েছেন কমলা রং নিয়ে। একাধিক ম্যাচে তারা অংশ নেন, কমলা রংয়ের রিস্টব্যান্ড ও হেডব্যান্ড পড়ে। এ নিয়ে তোলপাড় চলছে নেট দুনিয়ায়। আদিবাসী নির্যাতনের প্রতিবাদস্বরুপ কমলা রং ব্যবহার করা হয়।