
টোকিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। পুরুষদের একক লড়াইয়ের ফাইনালে উঠতে পারেননি নাম্বার ওয়ান এই টেনিস তারকা।পরাজয়ের প্রায় অপরিচিত স্বাদ তাকে উপহার দিয়েছেন জার্মানির আলেক্সান্ডার জেরেভ। খেলায়, ১-৬, ৬-৩ ও ৬-১ গেমে জোকোভিচকে হারিয়ে পুরুষ এককের ফাইনালে পৌঁছে গেছেন ২৪ বছর বয়সী জেরেভ।