
আরব সাগরের ওমান উপকূলে একটি তেলের ট্যাংকারে হামলায় দুই ক্রু নিহতের ঘটনায় ইরানকে দায়ী করেছে ইসরায়েল। নিহত দুই ক্রু’র একজন যুক্তরাজ্যের অন্যজন রোমানিয়ার নাগরিক। ইসরায়েলের এ অভিযোগ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান। ট্যাংকারে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।