
জার্মানির বন্যা কবলিত শহরগুলোর বাড়িঘর মেরামত করতে ছুটে যাচ্ছে সিরিয়ার স্বেচ্ছাসেবীরা। আশ্রয়দাতা দেশের জন্য কিছু করার তাগিদ থেকেই এই উদ্যোগ বলে জানিয়েছেন শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়া স্বেচ্ছাসেবীরা। ৬০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় গেল মাসে জার্মানির একটি অংশ বিপর্যস্ত হয়ে পড়ে। প্রাণ হারায় কমপক্ষে ১৮০ জন।