কানাডা
করোনার সম্ভব্য ৪র্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যেই বিধিনিষেধ শিথিলের ঘোষনা দিয়েছে কুইবেক

করোনার সম্ভব্য ৪র্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যেই বিধিনিষেধ শিথিলের ঘোষনা দিয়েছে কুইবেক। এর ফলে এখন থেকে আরও বেশি সময় খোলা রাখা যাবে বার ও রোস্তারা। এছাড়া ইনডোরে ৭৫০০ এবং আউটডোরে ১৫০০০ হাজার মানুষ নিয়ে আয়োজন করা যাবে যে কোনও অনুষ্ঠান। তবে যথারীতি সবক্ষেত্রেই মাস্ক পরিধান বাধ্যতামূলক আছে।