অ্যাথলেটিক্সইউরোপখেলাবিনোদনবিশ্ব
১০০ মিটার দৌড়ে অলিম্পিকের দ্রুততম মানব মার্সেল জ্যাকবস

অ্যাথলেটিকসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটারের সোনা জিতে অ্যাথলেটিকসের সিংহাসনে বসলেন ইতালির মার্সেল জ্যাকবস। টোকিও অলিম্পিকে ৯.৮০ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। ফলে ১৯৯২ সালের অলিম্পিকের পর প্রথমবার ইউরোপের কেউ জিতলেন ১০০ মিটার স্প্রিন্টের সোনা। গেল তিন অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের সোনা উসাইন বোল্টের হাত ছাড়া অন্য কোথাও যায়নি।