কানাডা
ক্যালগরির আইকনিক বো টাওয়ার বিক্রি হচ্ছে

ক্যালগরির আইকনিক বো টাওয়ার বিক্রি হচ্ছে। টরেন্টো ভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি জানিয়েছে, ২ মিলিয়ন বর্গফুটের টাওয়ারটি ১.৬৭ বিলিয়ন ডলারে কিনছে শিকাগো ভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি ওয়াক স্ট্রীট। ২০১২ সালে নির্মিত বো টাওয়ারের নির্মান ব্যয় ছিল ১.৪ বিলিয়ন ডলার। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১.২২ বিলিয়ন ডলার।