
করোনার ৪র্থ ঢেউ নিয়ে শঙ্কিত বেশিরভাগ কানাডীয় নাগরিক। তীব্র সংক্রমক করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর এমন আশঙ্কা আরো পাকাপোক্ত হয়েছে। কানাডীয়ান স্টাডিজের এক জরিপে দেখা যায় ৭৩ শতাংশ মানুষ মনে করেন, এখনই করোনার সকল বিধিনিষেধ তুলে নেয়া উচিত হবে না।