
গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরাঞ্চলে অনিয়ন্ত্রিত একটি দাবানলের তাণ্ডবে কয়েক ডজন বাড়িঘর পুড়ে গেছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে বেশকয়েকটি এলাকার বাসিন্দাদের। আগুন নেভাতে কাজ করছে পাঁচ শতাধিক দমকল কর্মী, পুলিশ, হেলিকপ্টার, এবং সাতটি এয়ারক্রাফট। ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ তাপদাহের কবলে গ্রিস।