অ্যাথলেটিক্সকানাডা
টোকিও অলিম্পিকে ডিক্যাথলনে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জয় করলেন কানাডিয়ান অ্যাথলেট ড্যামিয়েন ওয়ার্নার

টোকিও অলিম্পিকে ডিক্যাথলনে নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জয় করলেন কানাডিয়ান অ্যাথলেট ড্যামিয়েন ওয়ার্নার। এই ইভেন্টে ৯ হাজার ১৮ পয়েন্ট অর্জন করে ইতিহাস গড়লেন তিনি। অলিম্পিকে সবচেয়ে কষ্টসাধ্য হিসেবে পরিচিত এই ইভেন্ট। প্রতিটি অ্যাথলেটকে অংশ নিতে হয় ১০০ মিটার স্প্রিন্ট, লং-জাম্প, হাই-জাম্প, শটপুট, পোল ভল্ট, বর্শা নিক্ষেপের মতো ১০টি প্রতিযোগীতায়।