কানাডা
এবার ভ্যাকসিন পাসপোর্ট পদ্ধতি জারি করতে চলেছে কুইবেক

এবার ভ্যাকসিন পাসপোর্ট পদ্ধতি জারি করতে চলেছে কুইবেক। প্রদেশটির প্রিমিয়ার ফ্র্যাংকো লেগল্ট জানান, সম্প্রতি কুইবেকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া এই সিদ্ধান্ত নিতে চলেছে তার প্রশাসন। কবে থেকে এটি চালু হবে কিংবা এ ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলতে হবে এ বিষয়ে দ্রুতই বিস্তারিত জানাবেন স্বাস্থ্যমন্ত্রী।