
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখল করেছে তালেবান। এই প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর পতন হলো তালেবানের হাতে। আফগানিস্তানের আরও কয়েকটি প্রাদেশিক রাজধানী দখলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। এর মধ্যে পতনের মুখে রয়েছে পশ্চিমাঞ্চলের হেরাত ও দক্ষিণাঞ্চলের লস্করগাহ।