
আফগানিস্তানে তালেবানের হাতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে। শুক্রবার নিমরোজের রাজধানী জারাঞ্জের পর শনিবার জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। আফগানিস্তান জুড়ে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে দুটি রাজধানী দখল দেশটির নিরাপত্তা বাহিনীর জন্য বড় ধাক্কা।