
শেষ হলো টোকিও অলিম্পিক। ১৭ দিনে ৩৩৯টি পদকের লড়াই শেষে পর্দা নামল ‘দা গ্রেটেস্ট শো অন আর্থ’ এর। এবারে দাপট দেখিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যথলেটরা। ৩৯টি সোনাসহ মোট ১১৩টি পদক দখল করেছে তারা। এদিকে ৩৮টি সোনাসহ ৮৮ পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চীন। অলিম্পিকের পরের আসর ২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে।