কানাডা
টোকিও অলিম্পিকের আসর জমজমাট কেটেছে কানাডীয় অ্যাথলেটদের জন্য

টোকিও অলিম্পিকের আসর জমজমাট কেটেছে কানাডীয় অ্যাথলেটদের জন্য। ৭টি সোনাসহ রেকর্ড ২৪টি পদক দখল করেছেন তারা। পদক তালিকায় কানাডার অবস্থান ১১তম। এবারের আসরে ৩০টি খেলায় ৩৭০ জন অ্যাথলেট যোগ দিয়েছিলেন কানাডা থেকে। পদক জয়ী সকল অ্যাথলেটদের নন্দন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।