কানাডা
হোয়াইট রক এলাকায় দাবানল সৃষ্টি হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়

হোয়াইট রক এলাকায় দাবানল সৃষ্টি হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। বাড়তি সতর্কতার অংশ হিসেবে ভারনন জুবিলি হসপিটাল থেকে সরিয়ে নেয়া হয়েছে বেশ কিছু রোগী। কর্তৃপক্ষ জানায়, আইসিইউতে রোগীদের সরিয়ে নেয়া হলেও কার্যক্রম চালু আছে হাসপাতালের। দাবানল সতর্কতা দেয়া হয়েছে ভারনন এবং আর্মস্ট্রং এলাকায়। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।