
রাজনীতি থেকে অবসরের ঘোষণা তিন লিবারেল এমপি অ্যাডাম ভন, উইল আমোস এবং কারেন ম্যাকক্রিমনের। তারা কেউই আগামী নির্বাচনে অংশ নেবেন না। বয়সের কারণে সরে দাঁড়াতে চান বলে জানিয়েছেন ১৫ বছর ধরে রাজনীতি করা অ্যাডাম ভন। অন্যদিকে অসুস্থতার কারণে এমন সিদ্ধান্ত কারেন ম্যাকক্রিমনের। আর পারিবারিক কারণে এমন সিদ্ধান্ত উইল আমোসের।