
আফগানিস্তানের কুন্দুজ দখলে নেয়ার পর হামলা অব্যহত রেখেছে তালেবান। নতুন করে জঙ্গিদের বর্বরতায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তালেবানের হামলায় কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কুন্দুজে শহরটির পুলিশ হেডকোয়ার্টার, গভর্নরের কার্যালয় ও কারাগার এখন তাদের দখলে। এই নিয়ে ৬টি প্রদেশের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।