Uncategorizedকানাডাচীন
গুপ্তচরবৃত্তির দায়ে ক্যানাডার ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিল চীন, চটেছেন ট্রুডো

গুপ্তচরবৃত্তির দায়ে চীনে আটক কানাডার ব্যবসায়ী মাইকেল স্প্যাভরকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মাইকেল স্প্যাভরকে ২০১৮ সালে গ্রেপ্তার করা হয়। একই সময়ে কানাডীয় কূটনীতিক মাইকেল কভরিগকেও গ্রেপ্তার করা হয়।