
মে মাসের সংঘর্ষের সময় গাজা থেকে ইসরায়েলে রকেট ছুড়ে যুদ্ধাপরাধ করেছে হামাস। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এদিকে ইসরায়েলের দাবি, ১১ দিনের সংঘাতের সময় গাজা থেকে ৪ হাজারের বেশি রকেট ও মর্টার ছোড়া হয়েছে। এতে ১৩ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে।