
ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালি করেছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। ফিফার ওয়েবসাইটে সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের অবস্থান দুইয়ে। আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে খেলা বেলজিয়াম। এদিকে চার ধাপ পিছিয়ে ১৮৮ নম্বরে অবস্থান বাংলাদেশের।