
অন্টারিওর শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য করোনার ভ্যাকসিন বাধ্যতামূলক করতে ফোর্ড সরকারের প্রতি আহবান জানিয়েছে দি অন্টারিও পাবলিক স্কুল বোর্ড। আগামী মাসেই অন্টারিওর স্কুল চালুর ঘোষনা দেয়া হয়েছে। এবার ক্লাসের পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রমও চলবে। তাই সংক্রমণ ছাড়ানো আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।