
টোকিও অলিম্পিকের জনপ্রিয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে সোনা জয়ী মার্সেল জেকবস চলতি বছরে আর কোনো প্রতিযোগীতায় অংশ না নেয়ার ঘোষনা দিয়েছে। লং জাম্পার হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ক্যারিয়ার শুরু করা জেকবস ২০১৮ সালে পা রাখেন স্প্রিন্টে। এর তিন বছরের মাথায় বিশ্বের দ্রুততম মানব হয়ে যান তিনি।