
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ মাজার-ই-শরীফ প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। কয়েকদিন আগেও প্রদেশটি থেকে ঘুরে গেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। এছাড়া স্থানীয় কয়েক হাজার যোদ্ধা তালেবানের বিরুদ্ধে আফগান সেনাদের সাথে যোগ দিয়েছিলো। তবে শেষ পর্যন্ত আত্মসমর্প করে সবাই। এদিকে রাজধানী কাবুলের কয়েক কিলোমিটারের মধ্যে চলে এসেছে তালেবান।