যুক্তরাষ্ট্র
১৪২ বছরে সবচেয়ে উষ্ণতম মাস জুলাই

যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় বৈজ্ঞানিক ও নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, চলতি বছরের জুলাই মাস ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস। এসময় স্থলভাগ ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত তাপমাত্রা ২০ শতকের গড় তাপমাত্রার চেয়ে শূন্য দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ১৪২ বছর আগে আবহাওয়ার তথ্য সংরক্ষণ শুরুর পর এটাই সর্বোচ্চ তাপমাত্রা।