
মস্কোয় কর্মরত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র সাংবাদিক সারাহ রেইনসফোর্ডকে চলতি মাসের মধ্যেই রাশিয়া ছাড়তে বলেছে দেশটির সরকার। রুশ সাংবাদিকদের সঙ্গে লন্ডনের বৈষম্যমূলক আচরণের পাল্টায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো। রুশ ভাষায় পারদর্শী রেইনসফোর্ড রাশিয়ার বাইরে কিউবা, স্পেন ও তুরস্কেও কাজ করেছেন।