
লেবাননে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। এসময় আরও ১৭ জন আহত হয়েছে। দেশটিতে তীব্র জ্বালানি সংকট চলছে। গেল সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এমনকি জ্বালানি সংকটে কলকারখানার পাশাপাশি কয়েকটি হাসপাতালও বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।