
প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে নরউইচকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। তিন গোলেই জড়িয়ে আছে মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ’র নাম। প্রথম দুটি গোলে সহায়তা করার পর তৃতীয় গোলটি নিজেই প্রতিপক্ষে জালে জড়ান সালাহ। যদিও ম্যাচের প্রথমার্ধে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ার চেষ্টা করে নরউইচ। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।