কানাডা
নির্বাচনকে সামনে রেখে এবার আবাসিক ভবন সংকটে নজর দিয়েছেন কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে

নির্বাচনকে সামনে রেখে এবার আবাসিক ভবন সংকটে নজর দিয়েছেন কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে। আবাসিক ভবন সংকটকে শুণ্যের কোঠায় নামিয়ে আনতে তিন বছরের মধ্যে অন্তত এক মিলিয়ন বাড়ি নির্মানের ঘোষনা দিয়েছেন তিনি। তার পরিকল্পনা বাস্তবায়নে আবাসিক খাতে বিদেশি বিনিয়োগ বন্ধ করবেন বলেও জানান ও’টুলে।