
কানাডায় করোনাভাইরাসে এ পর্যন্ত প্রায় ৯৫ হাজার স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ জন। এছাড়া দীর্ঘ সময় ডিউটিতে থাকায় মানষিক সমস্যায় ভূগছেন অনেকেই। এসব ঘটনা ২০২০ সালের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এসব তথ্য জানিয়েছে কানাডীয়ান ইনস্টিটিউট ফর হেলথ ইনফরমেশন।