
কানাডার স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং সরকারি কর্মকর্তাদের ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক করার পক্ষে মত দিয়েছেন ৮০ শতাংশের বেশি কানাডীয় নাগরিক। এছাড়া ট্রেন ও বিমান ভ্রমণে ভ্যাকসিন গ্রহণের প্রমান দেখানোর পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন প্রায় সমান সংখ্যক মানুষ। এসব তথ্য ওঠে এসেছে জরিপ সংস্থা ইপসোসের এক প্রতিবেদনে।