
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আশুরার মিছিলে বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আরো অন্তত ৩০ জনের বেশি মানুষ আহত হন। হামলাকারীকে গ্রপ্তার করেছে পুলিশ। আশুরা উপলক্ষে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। একদিন আগে থেকেই দেশব্যাপী বন্ধ করে দেয়া হয়েছিল মোবাইল নেটওয়ার্ক।