
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বেসামরিক গাড়িবহরে জঙ্গি হামলায় ৪৭ জন নিহত হয়েছে। তবে একই সময়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৫৮ জঙ্গিও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। এ ঘটনায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে।