
পাকিস্তানে বোমা হামলায় এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ সেনা সদস্য। পাক সেনাসদর জানায়, বেলুচিস্তান প্রদেশে রাস্তার পাশে আগে থেকেই পেতে রাখা হয় বোমাটি। সেনা টহলের সময় ঘটানো হয় বিস্ফোরণ। সম্প্রতি বেলুচিস্তানের গোয়াধর জেলায় চীনা নাগরিকদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলা হয়।