
আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের সাথে শর্ত সাপেক্ষে আলোচনা শুরুর ব্যাপারে সম্মত হয়েছেন জি-৭ ভুক্ত দেশগুলোর নেতারা। গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে শর্ত হিসেবে ৩১ আগস্টের পরও আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদে দেশত্যাগের সুযোগ দিতে হবে। এবিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তালেবান।