চীন
প্রেসিডেন্ট ‘শি’র ভাবনা’ যুক্ত হলো চীনের শিক্ষা কারিকুলামে

চীনের প্রেসিডেন্ট ‘শি জিনপিংয়ের ভাবনা’ এবার দেশটির শিক্ষা কারিকুলামে যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তরুণদের মধ্যে কার্ল মার্ক্সের রাজনৈতিক আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত। এতে কমিউনিস্ট পার্টির অবস্থান আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।