
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন থেকে একে একে সরে যাচ্ছেন বড় টেনিস তারকারা। এই তালিকায় আছেন সেরেনা উইলিয়ামস, গতবারের চ্যাম্পিয়ন ডমিনিক টিম, ২০ গ্র্যান্ড স্ল্যামজয়ী দুই তারকা রজার ফেদেরার এবং রাফায়েল নাদাল। আগামী সোমবার নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে শুরু হবে ইউএস ওপেনের এবারের আসর।