
বারো বছরের বেশি বয়সীদের জন্য মডার্নার টিকার অনুমোদন দিয়েছে হেলথ কানাডা। এরআগে এটি শুধু প্রাপ্তবয়সীদের জন্য অনুমোদিত ছিলো। কর্তৃপক্ষ জানায়, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়ায় ঝুঁকির মুখে রয়েছে স্কুল শিক্ষার্থীরা। সেটি রোধ করতেই এই উদ্যোগ বলে জানানো হয়। দ্রুততম সময়ের মধ্যে সব শিক্ষার্থীদের টিকাদানের আওতায় আনা হবে বলেও জানানো হয়।