কানাডা
সাউদার্ন অন্টারিওতে জ্বালানীর মুল্যবৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন অঞ্চলটির সাধারণ মানুষ

সাউদার্ন অন্টারিওতে জ্বালানীর মুল্যবৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন অঞ্চলটির সাধারণ মানুষ। গ্লোবাল নিউজ জানায়, একদিনের ব্যবধানে পাম্পগুলোতে জ্বালানী তেলের দাম ৫ সেন্ট বেশি বেড়ে যায়। ফলে ইউনিট প্রতি দাম দাঁড়ায় প্রায় দেড় ডলারে। কানাডিয়ান্স ফর অ্যাফোর্ডেবল এনার্জির প্রেসিডেন্ট ড্যান ম্যাকটিগে জানান, আন্তর্জাতিক বাজারে ডলারের দরপতনের কারণেই জ্বালানীর দাম বেড়েছে।