অন্যান্য
হোয়াইট রক লেক এলাকায় দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে শুরু হয়েছে সেনাটহল

হোয়াইট রক লেক এলাকায় দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে শুরু হয়েছে সেনাটহল। অলিভার থেকে ভারনন এলাকা পর্যন্ত চলবে এই টহল। এতে যোগ দিয়েছেন ৮০ জন সেনাসদস্য। আগুন নিয়ন্ত্রণে আনার সরঞ্জামের পাশাপাশি উপদ্রুত এলাকায় আটকে পড়াদের উদ্ধারের ব্যবস্থাও রয়েছে সেনাদলের কাছে।