কানাডা
এনডিপি নেতা জাগমিত সিং আসন্ন ভোট উপলক্ষে শিক্ষার্থীদের কাছে টানার কৌশল নিয়েছেন
এনডিপি নেতা জাগমিত সিং আসন্ন ভোট উপলক্ষে শিক্ষার্থীদের কাছে টানার কৌশল নিয়েছেন। এক নির্বাচনী বক্তব্যে তিনি জানান, এনডিপি জয়ী হলে শিক্ষার্থীদের সুদহীন ঋণ দেয়া হবে। এছাড়া করোনাকালে শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষনা দেন জাগমিত সিং। এদিকে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে।