যুক্তরাষ্ট্র
কেনেডির খুনির প্যারোলে মুক্তিতে আপত্তি নেই তাঁর ছেলের

যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডির হত্যাকারী শিরহান শিরহানের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে। কেনেডির সন্তান এতে কোনো আপত্তি জানায়নি। প্যারোলে মুক্তি পেলে নিজ দেশ জর্দানে ফিরতে পারবেন শিরহান। ১৯৬৮ সালে আততায়ীর হাতে খুন হন রবার্ট এফ কেনেডি।