
প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে শুরুতেই দুই গোল হজম করে আর্সেনাল। এরপর দলটির গুরুত্বপূর্ণ খেলোয়ার গ্রানিত জাকা লাল কার্ড পেয়ে মাঠ ছড়লে আরও তিনটি গোল যোগ করে ম্যানচেস্টার। ২০২১-২২ লিগে এ নিয়ে প্রথম তিন ম্যাচেই হারল আর্সেনাল।