
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরব নেতৃত্বাধীন জোটের অন্তত ৩০ সেনা নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানায়, আল-আনাদ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি জোট ও হুতিদের মধ্যে শান্তি আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।