
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেছেন, ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে কারাবরণ অথবা মৃত্যু ছাড়া কোনো বিকল্প নেই। দেশটির ধর্মীয় নেতাদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠকের সময় এমন মন্তব্য করেন তিনি। করোনাকালে ব্যর্থতা এবং আমাজন বনে আগুন লাগা নিয়ে সম্প্রতিকালে তার জনপ্রিয়তা একেবারে তলানিতে নেমেছে।