বিশ্ব
বিশ্ব এখন অতি দূষণকারী সীসাযুক্ত পেট্রল মুক্ত, বলছে জাতিসংঘ

বিশ্বের কোনো দেশই এখন সীসাযুক্ত পেট্রল ব্যবহার করেনা বলে জানিয়েছে জাতিসংঘ। একে বৈশ্বিক সফলতা বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া এমন অর্জনকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। এই বিষাক্ত জ্বালানিটি হৃদরোগ, ক্যান্সার ও স্ট্রোকসহ শিশুদের মস্তিষ্কের বিকাশেও সমস্যা তৈরি করে।