কানাডা
নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জনপ্রিয়তা হারাচ্ছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জনপ্রিয়তা হারাচ্ছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অন্যদিকে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছেন কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে। এমনটাই ওঠে এসেছে জরিপ সংস্থার ইপসোসের প্রতিবেদনে। ১৫শ কানাডীয় নাগরিকের অংশ নেয়া ওই জারিপে দেখা যায় ৩২ শতাংশ সমর্থন করছেন ও’টুলেকে যেখানে ট্রুডোকে সমর্থন ৩১ শতাংশের।