
অন্টারিওতে পূর্ণ ডোজের ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট সংক্রান্ত বিধিনিষেধের ঘোষনা দিয়েছে ফোর্ড সরকার। এর আওতায় জিম, সিনেমা হল, রেস্তরাসহ তুলনামূলক কম গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশে পূর্ণ ডোজের ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট দেখাতে হবে। এ ঘোষনা কার্যকর হবে চলতি মাসের ২২ তারিখ থেকে।