
মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতির কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অপূরণীয় ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়া। দেশটির এক কর্মকর্তা বলেন, মহাকাশ স্টেশনের রুশ অংশের ইন-ফ্লাইট ব্যবস্থার অন্তত ৮০ শতাংশই মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। এদিকে, ২০২৫ সালের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছে রাশিয়া।