কানাডা
কানাডার নির্বাচনকে সামনে রেখে প্রথম টেলিভিশন বিতর্কে অংশ নিচ্ছেন শীর্ষ ৪ দলের নেতারা

কানাডার নির্বাচনকে সামনে রেখে প্রথম টেলিভিশন বিতর্কে অংশ নিচ্ছেন শীর্ষ ৪ দলের নেতারা। এরমধ্যে লিবারেল দল থেকে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে, এনডিপি নেতা জাগমিত সিং এবং ব্লক কুইবেকইস নেতা ইয়োভেস ফ্রান্সিওস অংশ নিচ্ছেন। তবে থাকছেন না গ্রিন পার্টির আনামি পল।